সল্টের মাধ্যমে অনুপ্রাণিত হওয়া। Being inspired by salt.

মিনুর সাথে সল্ট করতে গিয়ে আমি এত অনুপ্রাণিত হলাম যা বলে বোঝানোর মতো আমার কাছে শব্দ নেই। কেউ এত ধৈর্যশীল,আর নিঃস্বার্থ কীভাবে হতে পারে,মিনুর কথা শুনে আমার মনে হচ্ছিলো যে আমি কোনো মহান নারীর সাথে কথা বলছি।মিনু পরিবার পরিকল্পনা থেকে প্রশিক্ষণ নেয়, সাধারণত কীভাবে গর্ভবতী মহিলাদের সেবা দওয়া যায় আর কিশোরী মেয়েদের বয়সন্ধিকালে কীভাবে নিরাপদে সুস্থ্য রাখা। প্রশিক্ষণ নেওয়ার পর থেকেই মিনু বিশ বছর ধরে কমিউনিটির মানুষদেরকে বিনা কোনো টাকা ছাড়াই সেবা দিচ্ছে। মিনু গর্ভবতী মহিলাদেরকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে কমটাকায় ডাক্তার দেখিয়ে দেয়।শিশু আর মা যাতে সুস্থ্য থাকে সেটার জন্য মহিলাদের গর্ভবতী অবস্থায় থাকা কালীন ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম টেবলেট দেয়,এবং কিশোরী মেয়েরা ও সুস্থ্য থাকে সেটার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। কমিউনিটির সব মহিলারা তার উপর অনেক বিশ্বাস করে তাকে অনেক ভালোবাসে। বিশ বছর সেবায় আজ পর্যন্ত কোনো মা বা শিশুর সমস্যা হয় নাই।মিনুর ব্রেন টিউমার রয়েছে সে অসুস্থ্য তবু্ও সে নিজের অসুস্থ্যতা কারো কাছে প্রকাশ করে না মিনু বলে যে মানুষের সেবা করতে পেরে আমি অনেক খুশি পাই আর মনে শান্তি মেলে।মিনু সবসময় মানুষের সেবা করে এবং সবার সাথে হাসি মুখে কথা বলে। তাকে দেখে কখনোই মনে হয় যে ব্রেন টিউমার তার রয়েছে। কমিউনিটির যেকোনো অনুষ্ঠানে মিনুকে প্রথমে নেমন্তন্ন দেওয়া হয়।মিনু সাহসের কারণে আর চেষ্টার মাধ্যমে সে এগিয়ে গেছে স্বপ্ন যদি থাকে স্থির তাহলে রাস্তার সব বাঁধা পেরিয়ে যাওয়া যায়।পৃথিবীতে এমন কম মানুষই থাকে যে নিজের কষ্ট বুলিয়ে অন্যর খুশিতে নিজের সুখ খুঁজে নেয়।মিনুর কাজ সত্যিই প্রশংসনীয়,মিনুর বাসায় সব সময় মানুষের ভিড় দেখে মনে হয় কোন মেলায় এসে পড়েছি।কমিউনিটির মানুষরা মিনুকে খুব খুব ভালোবাসে।কর্ম করো এমন যাতে মানুষ তোমাকে তোমার কর্ম দ্বারা নয় তোমার নাম দ্বারা চেনে আর মিনুর করা কর্ম এমনই। 

While doing Salt with Minu, I was so inspired that I have no words to describe it.   How can someone be so patient, and selfless, listening to Minu I felt like I was talking to a great woman. Minu trained in family planning, generally how to care for pregnant women and how to keep adolescent girls safe and healthy during puberty.  Since training, Minu has been serving the people of the community for twenty years without any money.  Minu takes pregnant women with her to see doctors at a low cost. She gives vitamins, iron, calcium tablets to women during pregnancy to keep the baby and mother healthy, and gives various advice to teenage girls to keep them healthy.  All the women of the community have a lot of faith in her and love her a lot.  In 20 years of service, no mother or child has faced any problem till date. Minu has a brain tumor, she is sick but she does not reveal her health to anyone. Minu says that I get a lot of happiness and peace of mind by serving people. Minu always serves people and talks to everyone with a smile.  He never looked like he had a brain tumor.  In any event of the community, Minu is the first to be dismissed. Minu has progressed due to her courage and efforts. If her dreams are fixed, then all road obstacles can be overcome. There are few people in the world who find their happiness in the happiness of others.  Such is the action of knowing and minuring by your name.

 

Load Previous Comments