Building SALT Facilitators in Every neighbourhood :A vision for Change.

দক্ষিণ পাড়াতে সল্ট করতে গিয়ে জয়নগর হাই স্কুলের গ্রুপ সল্টে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর সাথে দেখা হয়। যার নাম তানজিলা খানম। তানজিলাদের বাড়িতে পরিচয় হয় সাকিবা নামে এক শিক্ষার্থীর সাথে যে আলফাডাঙ্গা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তার মধ্যে ছিল সল্ট নিয়ে অনেক কৌতুহল সে খুব আগ্রহী ছিল সল্ট সম্পর্কে জানতে। তানজিলা তাকে সল্ট সম্পর্কে বলতে শুরু করে। বিষয়টি তার অনেক ভালো লাগে। পরবর্তীতে যখন আমি ও প্রকাশ ভাই তানজিলাদের বাড়িতে একটি গ্রুপ সল্টের আয়োজন করি। সাকিবা ও সেই গ্রুপ সল্টে অংশগ্রহণ করে। তানজিলা ও সাকিবা দুজনে মত প্রকাশ করে একপর্যায়ে তারা নিজেরাই একজন করে সল্ট ফেসিলিটেটর হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চান। বিষয়টি আমরা বিশেষ পর্যবেক্ষণে রাখি। গত ২৩/১২/২৪ তারিখে আমরা সাকিবা এবং তানজিলার সাথে সাক্ষাৎ করি। কিভাবে আমরা সল্ট ফেসিলিটেটর হিসেবে কাজ করি সে বিষয়টি তাদের সাথে শেয়ার করি। তারা নিজেরা গল্প শেয়ার করে এবং প্রশংসা করে। আমরা যখন তাদের সাথে আলোচনা করছিলাম তখন আরও দুজন শিক্ষার্থী সেখানে উপস্থিত হয় এবং অনেক কৌতূহলী হয়ে ওঠে। তারা হলো তন্বী এবং মনিকা নামে দুইজন শিক্ষার্থী। তন্নী যদিও তানজিলার সাথে সল্ট করে কিন্তু মনিকা ব্যস্ত থাকায় সে পরবর্তীতে সল্ট করার কথা জানায়। আলোচনা শেষে আমরা তানজিলা এবং সাকিবকে অনুশীলনের জন্য বাবা-মা ভাই-বোন বা প্রতিবেশী যারা নিকট পরিচিত তাদের সাথে এই সল্ট প্র্যাকটিস করতে বলি। বিষয়টি তারা নিজ উদ্যোগ এবং নিজে থেকেই আগ্রহ প্রকাশ করায় তাদেরকে বোঝাতে আমাদের অনেক ভালো লাগে এবং সহজও হয়। সমাজে এমন অনেক মানুষও আছে যারা কথা বলতেই চায় না যেখানে ওরা ছিল খুবই আগ্রহী এবং কৌতুহলী। বিষয়টি আমাদের খুবই ভালো লাগে। ওদের মতো যদি প্রতিটা পাড়াতেই সল্ট ফেসিলিটেটর গড়ে ওঠে তাহলে সল্ট প্রসেসটি আরো দ্রুত ছড়িয়ে পড়বে সমাজের সর্বস্তরের লোকের মাঝে। তখনই শুরু হবে আসল পরিবর্তন যেটা হবে টেকসই। এবং এটা নিয়ে আমরা আশাবাদী। সল্টের মাধ্যমে শুরু হোক সত্যিকারের টেকসই পরিবর্তন।

While going to DakkhonPara for SALT, I met a student from Joynagar High School who was participating in the group SALT before in her school. Her name was Tanzila Khanom. At Tanzila’s house, I got introduced to a student named Sakiba, who is studying in the first year of college at Alfadanga College. She was very curious about SALT and eager to learn more about it. Tanzila started explaining SALT to her, and she really liked the idea. Later, when I and Prakash Bhai organized a group SALT at Tanzila’s house, Sakiba also joined and participated. Tanzila and Sakiba expressed their desire to become SALT facilitators themselves. We decided to keep a close observation of their progress.
On 23/12/24, we met with Sakiba and Tanzila to share how we work as SALT facilitators. They exchanged stories and praised each other. During our discussion, two more students, Tonni and Monika, appeared and became very curious. Tonni had already done SALT with Tanzila, but Monika was busy and mentioned that she would participate later. After the discussion, we encouraged Tanzila and Sakiba to practice SALT with their family members, relatives, or neighbors. They showed great interest and initiative, which made it easier for us to explain and guide them.
It was very encouraging for us because many people in society do not want to speak, yet Tanzila and Sakiba were very curious and eager. This enthusiasm truly impressed us. If SALT facilitators like them emerge in every neighborhood, the SALT process will spread quickly across all levels of society. That’s when real, sustainable change will begin, and we are hopeful about it. Let real, sustainable change begin through SALT.

  • Sadia Jafrin

    Excellent job Manira apa and Prokash bhai. 

    I hope they accomplish many great things in the days to come.

  • Rituu B. Nanda

    Am excited about this development. Let's discuss soon.