Salt মাধ্যমে এক গৃহিণীর বিভিন্ন প্রতিভা ও তার স্বপ্ন পূরণের লক্ষ্যে মহিলাদের স্বনির্ভর হওয়ার গল্প,,

 এমন কিছু মহিলা আছে যারা স্বপ্ন পূরণের জন্য বহু চেষ্টা করে চলেছে ।আমার সল্টের মাধ্যমে এমন এক মহিলার সাথে পরিচয় হয়েছে যে সর্বগুণ সম্পন্ন মানুষ, যেকোনো কাজে হাল ছেড়ে দেয়ার মানুষ নয়। 

তার একমাত্র মেয়ে ও স্বামী নিয়ে সুন্দর সংসার। সেই সংসার সামলে একটি মুদি খানা ব্যবসা চালায় ,এছাড়া বিভিন্ন গ্রামের মহিলাদের নিয়ে SHG বিভিন্ন ট্রেনিং করায় এবং গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য তার একটি স্বপ্ন আছে।। সে গ্রামের মহিলাদের যার যেমন প্রতিভা আছে সেই প্রতিভা অনুযায়ী তাকে কাজের জন্য উৎসাহ দেয় এবং তাকে সেই কাজটি করতে সাহায্য করে এবং ওই গ্রামের মহিলারা মিলে ওই স্বপ্নটি পূরণ করতে চাই। গ্রামের

গ্রামের মহিলারা হাতের কাজ শিখে তারা স্বনির্ভর হতে চাই। যেমন তারা শপিং ব্যাগ তৈরি, খাম তৈরি ইত্যাদি শিখে, মার্কেট ধরে বিক্রি করে স্বনির্ভর হতে চাই ।

এই স্বপ্ন পূরণের জন্য ইচ্ছা শক্তি প্রয়োজন এবং তার সাথে অবশ্যই তাদেরকে পরিশ্রম করতে হবে। আশা রাখছি ,এই স্বপ্ন তাদের খুব তাড়াতাড়ি পূরণ হবে।,🙏👫👭🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑